পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে কম্পিউটার - ভাটা আদান - প্রদান করার জন্য অথবা এক দেশ থেকে অন্য দেশে ডাটা স্থানান্তরের স্যাটেলাইট ট্রান্সমিশন ব্যবস্থাকে ব্যবহার করা হয় । এ ব্যবস্থায় তিনটি স্যাটেলাইট স্টেশন দ্বারা সমগ্র বিশ্বে ডাটা ট্রান্সমিশন করা হয় । প্রতিটি স্যাটেলাইট 12টি ট্রান্সপােন্ডার ( Transponder ) থাকে ; যেখানে গ্রাহক , প্রেরক ও অ্যামপ্লিফায়ার ( Amplifier ) অংশ থাকে । সাধারনত 22,300 মাইলের চেয়ে বেশি দূরত্বে ভাটা আদান - প্রদানের ক্ষেত্রে এ ধরনের কমিউনিকেশন পদ্ধতি ব্যবহৃত হয় ।

বিভিন্ন অসুবিধাসমূহ ( Disadvantages ):
( ক ) একজনের পাঠানাে ডাটা অন্যজন যাতে গ্রহণ করতে না পারে , সেজন্য ভাটাকে encrypt করার প্রয়ােজন হয় ।
( খ ) স্যাটেলাইট ট্রান্সমিশন ফ্ৰিকয়ন্সি ভূপৃষ্ঠে মাইক্রোওয়েভ স্টেশন ইত্যাদির কারণে ডাটার ভিড় ( Jam ) হলে ট্রান্সমিশনে অসুবিধা হয় ।
( গ ) দূরত্ব অনেক বেশি হলে ট্রান্সমিশন ধীরগতির হয় ।