আপনারা সবাই জনসভায় আমন্ত্রিত । আগামী কাল রোজ ৩/১১/২০১৮ বিকেল 3 ঘটিকায় আমাদের পুনট ইউনিয়নেআওয়ামীলীগ এর উদ্যোগে.পুনট হাইস্কুল মাঠে এক বিশাল জনসভায় সভার আয়োজন করা হয়েছে .উক্ত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন উত্তর জনপদের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট -২ আসনে সংসদ সদস্য .জননেতা জনাব.আবু সাঈদ আল মাহমুদ স্বপন-উক্ত সভায় দলে দলে যোগ দিন। এবং সকল পুনটবাসী কে জানানো যাচ্ছে যে আপনারা সকলে এই সভায় উপস্থিত হয়ে সভা সুস্থ-সুন্দর ভাবে সম্পুর্ন করবেন।
এই সাথে বাজারের সকল দোকানদার দের জানানো যাচ্ছে যে, আপনারা সবাই দুপুর ১২ ঘটিকার পর নিজ নিজ কর্ম বিরিতি রেখে স-শরীরে সভায় উপস্থিত হবেন।
সভা শেষে বিশেষ আয়োজনে রয়েছে সকলের জন্য এক বিশাল খাবার এর ব্যবস্থা ।
0 Comments