৪৭ তম গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতায় পুনট উচ্চ বিদ্যালয় বালিকা দল জয়পুরহাট জেলা চ্যাম্পিয়ন হয়েছে।জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার মহোদয়, প্রধান শিক্ষক এবং শরীরচর্চা শিক্ষক সহ খেলোয়াড় দের মাঝে পুরস্কার এবং সার্টিফিকেট বিতরণ করেন।
আগামী ১৬/০৯/১৮ তারিখ পুনট উচ্চ বিদ্যালয় বালিকা দল রাজশাহী খেলতে যাবে।।
খেলাটি হবে - জয়পুরহাট জেলা (অর্থাৎ পুনট উচ্চ বিদ্যালয় বালিকা দল) বনাম পাবনা জেলা।